আজ প্রকাশিত হচ্ছে অনিরুদ্ধ ধরের এই বইটি। বাংলা মিডিয়ায় অনিরুদ্ধ অতি পরিচিত নাম, সু-লেখক, আমার দীর্ঘদিনের বন্ধু। এই লেখাগুলি প্রকাশিত হয়েছে ফেসবুকে ওর প্রোফাইলে, তারপর এই সংকলন। বলতে পারেন অনিরুদ্ধর দৃষ্টান্তে ‘অনু্প্রাণিত’ (pun unintended) হয়ে আমিও ফি-রবিবারে ‘নামে নয় সর্বনামে’ লেখা আরম্ভ করেছি। অনিরুদ্ধ লেখাগুলি একত্র করে বই করে ফেলল এটা খুবই সুখবর। আমার দ্বারা তা সম্ভব হবে কিনা বলতে পারিনা।
অনিরুদ্ধ বইটি উৎসর্গ করেছে ওর ফেসবুক বন্ধুদের, যাদের মধ্যে আমিও একজন। আপনারা বইটি পড়ুন, পড়ান, দেখুন অনিরুদ্ধ কেমন তার নিজস্ব শৈলীতে আলো ফেলেছে পঁচিশ জন তারকার চরিত্রের ওপর। পড়ে ঠকলে টাকা ফেরতের গ্যারান্টি আমার !!!!
কাল আপিসে খাপছাড়া ভাবে পড়েছিলাম। এবার পুরোটা পড়লাম, একটানে। খুব ঝরঝরে। মজা আছে। মানুষগুলো সম্পর্কে এর আগে কোটি কোটি শব্দ লেখা হয়ে হয়েছে। তবু আপনার লেখা পড়তে ভালো লেগেছে, মনে হয়, ব্যাপারটা সাধারণ ব্যাক্তিগত, সহজ আলাপে রেখেছেন বলে। ক্লাইম্যাক্স এখানে পরিত্যাজ্য। একদম কারেক্ট আছেন। ব্যাক্তিগতভাবে, আমার ভালো লেগেছে, ছাপার অক্ষরে আপনি নিজেকে vulnarable করেছেন। ত্রুটি এবং বিচ্যুতি কোনোটাই বাদ পড়েনি। এইটে বেশ বড় ব্যাপার। শুধু ঋতুপর্ণ ঘোষ লিখতে গিয়ে একটু সচেতন হয়ে গিয়েছিলেন, মনে হয়। হালকা টসকেছে। বাকি পুরোটার জন্য, মানে টপ টু বটম, চিয়ার্স।
কামুর ভাষায়, আখের সরবত!