Dr. Somenath Ghosh

ডঃ সোমনাথ ঘোষ পেশায় একজন চার্টার্ড অ্যাকাউনট্যান্ট। এছাড়াও তিনি অতিথি অধ্যাপক হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের সঙ্গে যুক্ত।

১৯৫৯ সালের ২০ সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগণা জেলার হাবরায় তাঁর জন্ম। শিক্ষার শুরু হাবরা হাই স্কুল থেকে। শ্রীচৈতন্য কলেজ অফ কমার্সের স্নাতক।

Somenath Ghosh Image

Book Your Copy Here

Mon Kalam Prakashan Sanstha

BJ-169, Salt Lake, Kolkata – 700 091, India

WhatsApp: (+91) 877 785 1048

Coming Soon

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ। দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অফ ইন্ডিয়া থেকে চার্টার্ড অ্যাকাউনটেন্সি পরীক্ষায় উত্তীর্ণ হন ডঃ ঘোষ। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে Ph.D. ডিগ্রি লাভ করেন।

তাঁর পূর্ব প্রকাশিত পুস্তক “Corporate Failure – A Study” বিপুল সমাদৃত। এছাড়াও তাঁর রচিত বেশ কয়েকটি প্রবন্ধ সর্বভারতীয় বাণিজ্য বিষয়ক বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।

You cannot copy content of this page