সিলভীয়া পান্ডিত – জন্ম বাংলাদেশ – কর্মসূত্রে মার্কিন নিবাসী। বাংলাদেশে থাকাকালীন তিনি ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি লাভ করেন। বর্তমানে ওয়াইয়ো অঙ্গরাজ্যের রাজধানী কলম্বাস-এ সপরিবারে তাঁর বাস। জোয়ান ফেব্রিক তাঁর কর্মস্থল।
বাংলাদেশ ও আমেরিকা, দু’দেশ মিলিয়ে লেখিকা সিলভীয়ার মোট নয়টি বই অদ্যবধি প্রকাশিত হয়েছে।
Book Your Copy Here
Mon Kalam Prakashan Sanstha
BJ-169, Salt Lake, Kolkata – 700 091, India
WhatsApp: (+91) 877 785 1048
জাগরণে স্বপ্ন দেখতে ভালোবাসেন সিলভীয়া। আরো ভালোবাসেন গান গাইতে, ছবি আঁকতে, ভ্রমণ করতে। ভীষণ আনন্দ খুঁজে পান নিজ হাতে প্রিয়জনকে খাওয়াতে। সৃষ্টিকর্তা এবং প্রকৃতি ওনার প্রিয় বিষয়। বেঁচে থাকা ওনার কাছে অলৌকিক বলে বোধ হয়। প্রতিদিন সকালে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে শুরু হয় তাঁর দিন। অবসর কাটান সুবিধাবঞ্চিত শিশুদের নানাভাবে সাহায্য করে। কলম্বাস শহরে মাঝেমধ্যেই বঞ্চিতদের সাহায্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন প্রাণোচ্ছ্বল সিলভীয়া।