মন কলম

সাহিত্যের নব দিশারী

মন কলম প্রকাশন সংস্থা

কালি, কলম, মন – লেখে তিনজন’। লেখকের হৃদয় থেকে উৎসারিত ভাষা লেখনীর সাহায্যে উঠে আসে লেখার খাতায়। সৃষ্টি হয় সাহিত্যের নতুন ধারা। কত অজানা তথ্য, কত না-জানা ঘটনা, মানবমনের জটিল বিশ্লেষণ ছাপার অক্ষরে জন্ম দেয় কালজয়ী সাহিত্যের। দুর্ভাগ্যের বিষয় তাঁরা যে পাঠক সমাজে পরিচিতি লাভ করেন তেমনটা সবসময় ঘটে না। ফলে হারিয়ে যায় এমন অনেক কথা যা সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করতে পারত। আজকের ইন্টারনেটের যুগে সামাজিক মাধ্যমে তাঁদের লেখা প্রকাশিত হয় বটে কিন্তু বৃহত্তর পাঠকসমাজে তা পৌঁছয় না। ‘মন কলম প্রকাশন সংস্থা’ প্রধানত এই সমস্ত উদীয়মান লেখকদের পরিচিত করতে চায় পাঠক সমাজে।

রাজনীতি, সমাজনীতি, চলচ্চিত্র, অর্থনীতি ইত্যাদি নানা বিষয় বৈচিত্রের সমভিব্যহারে আগামী দিনে সেজে উঠতে চলেছে ‘মন কলম’-এর সাহিত্য সম্ভার। প্রকাশনার জগতে এক অনন্য চিন্তাধারা পাথেয় করে পথ চলা শুরু আমাদের। সে পথে আপন ছন্দে ভেসে চলবে পাঠকের জ্ঞানের তরী।  সে তরণীর দিক নির্দেশ করবেন লেখক। এই আমাদের ব্রত – এই আমাদের সাধনা – এই আমাদের তপস্যা।

আপনার বই প্রকাশনার জন্য

 

You cannot copy content of this page