রঞ্জন বন্দ্যোপাধ্যায়
সাহিত্যজীবনে পঞ্চাশ বছর পূর্ণ করলেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়। এই সুদীর্ঘ সময়কালে নানা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর অগণিত প্রবন্ধ। সে সব সাবলীল রচনা কখনও তিরতির গতিতে বয়ে চলা জলধারা। কখনও বা তাঁর গদ্যে অকপট অগ্নুৎপাত। কখনও তাঁর লেখায় ফেলে আসা দিনের মনকেমনের যাতনা। কখনও বা স্মৃতিচারণের ভঙ্গিমায় পুরনোকে খুঁজে ফেরা। রবিঠাকুর থেকে বঙ্কিম, সত্যজিৎ থেকে সৃজিত, উত্তমকুমার থেকে প্রসেনজিৎ, বার্নার্ড শ থেকে অরহন পামুক, রাস্কিন বন্ড থেকে স্টিফেন হকিং, গিরিশ ঘোষ থেকে বুদ্ধদেব গুহ, হগ সাহেবের বাজার থেকে মেট্রো এম্পোরিয়াম – এমন আরও কত ব্যক্তিত্ব, চরিত্র, স্থান সজীবতা পেয়েছে তাঁর সংশয়াতীত বৈদগ্ধসমৃদ্ধ সৃষ্টিতে। বাংলা ভাষায় এমন সৎ অথচ বিষ্ফোরক গদ্যশৈলীর জন্য তিনি একইরকম নন্দিত এবং নিন্দিত। ভাষা ও ভাবনা বৈচিত্রের সঙ্গে গল্পের নিটোল মিশেল তাঁর প্রতিটি রচনায় আনে অন্য মাত্রা। যা একবার পড়তে শুরু করলে শেষ করতেই হয়। এখানেই রঞ্জন বন্দ্যোপাধ্যায় অনন্য। তিনি অবিকল্প এক স্রষ্টা যাঁর প্রতিটি রচনার সাহিত্যমূল্য অপরিসীম।
